সন্ত্রাসের কাছে হার মানবে না ব্রিটেন : তেরেসা মে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ২৩, ২০১৭, ০৮:১৮ এএম
সন্ত্রাসের কাছে হার মানবে না ব্রিটেন : তেরেসা মে

লন্ডনের ব্রিটিশ সংসদের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। এ ঘটনাকে প্রধানমন্ত্রী তেরেসা মে অসুস্থ ও বিকৃত রুচি বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন।

সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে কোবরা সিকিউরিটি মিটিং নামে পরিচিত এক জরুরি বৈঠক শেষে ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে তেরেসা মে হামলায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের মতো মূল্যবোধ চর্চা করে বিশ্বের শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছে। যারা এই মূল্যবোধ প্রত্যাখ্যান করেছে, তাদের কাছে ব্রিটিশ পার্লামেন্ট অবশ্যই একটি টার্গেটে পরিণত হয়েছে।

কিন্তু সন্ত্রাসের কাছে ব্রিটেন হার মানবে না এই প্রত্যয় ব্যক্ত করে তেরেসা মে জানান, বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে সংসদের সভা বসবে। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে লন্ডনের বাসিন্দারা নিজেদের দৈনন্দিন কাজকর্ম সারবেন। এবং শহরে বেড়াতে আসা পর্যটকেরাও স্বাভাবিক নিয়মে যা করছিলেন এবং যা তাদের পরিকল্পনায় ছিলো তাই করবেন।’

তিনি আারও বলেন বলেন, ‘ঘৃণা এবং অশুভ শক্তি ব্রিটেনকে বিভক্ত করতে পারবে না।’

লন্ডন পুলিশ কর্তৃপক্ষ বলছে, সংসদ ভবনের কাছে এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর সন্ত্রাসী হামলায় ৫ জন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ অফিসার, একজন হামলাকারী এবং দু’জন পথচারী রয়েছেন। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে।

এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ইতিমধ্যেই সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানী। সূত্র: বিবিসি বাংলা 

 

গো নিউজ২৪/জা আ 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর