মুসলিমপ্রধান ৩ দেশে মার্কিন অভিযান জোরদারের সিদ্ধান্ত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৮, ২০১৭, ১১:৩৭ এএম
মুসলিমপ্রধান ৩ দেশে মার্কিন অভিযান জোরদারের সিদ্ধান্ত

ইয়েমেন, লিবিয়া আর সোমালিয়া এই তিন মুসলিমপ্রধান দেশে সামরিক অভিযান জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনের নামে এ অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বৃহত্তর সামরিক লক্ষ্য অর্জনে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোতে ‘কৌশলগত প্রভাব সৃষ্টি’র স্বার্থে মার্কিন কমান্ডারদের স্বাধীনভাবে আইএসবিরোধী অভিযান পরিচালনার ক্ষমতা দেয়া হচ্ছে। এজন্য প্রেসিডেন্টের অনুমোদন নিতে হবে না তাদের।

পাশাপাশি অভিযানে ড্রোন ব্যবহারের অধিকার পেতে যাচ্ছে তারা। তবে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের নাম করে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হলেও বিশ্লেষকরা এসব অভিযানে জঙ্গিবাদ হ্রাসের সম্ভাবনা দেখছেন না। ট্রাম্প প্রশাসনের তৎপরতা উল্টো জঙ্গিবাদকেই উস্কে দিচ্ছে বলে মনে করছেন তারা।

 

গো নিউজ২৪/জা আ 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর