নিউইয়র্কে জরুরি অবস্থা জারি


গো নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০১৭, ১০:৪১ এএম
নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

প্রবল তুষারঝড়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পেনসিলভানিয়া, নিউ জার্সি, নিউইয়র্ক এবং কানেক্টিকাটের বিভিন্ন স্থানে তুষারঝড়ের কারণে সতর্কতা জারি করেছে মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

তুষারঝড়ের আশঙ্কায় এসব অঙ্গরাজ্যের স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। বিমানের সব ফ্লাইটও বাতিল করা হয়েছে।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটনে সফর করার কথা ছিল। কিন্তু এমন পরিস্থিতির কারণে তিনি তার সফর বাতিল করেছেন।

ঘণ্টায় ১শ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউইয়র্ক, কানেক্টিকাট এবং নিউ জার্সিতে তুষারঝড়ের আশঙ্কায় ২৪ ঘণ্টার সতর্কতা জারি করেছে। মেইনে থেকে ভার্জিনিয়াতেও সতর্কতা জারি করা হয়েছে।

গো নিউজ ২৪

আন্তর্জাতিক বিভাগের আরো খবর