ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান পেরেজ


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ১২:৪৪ পিএম
ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান পেরেজ

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টম পেরেজ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের শ্রমমন্ত্রী ছিলেন।
 
আটলান্টায় দলটির ন্যাশনাল কমিটির সভায় নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে হাড্ডাহাডি লড়াইয়ের পর তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
 
পেরেজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিইথ এলিসনকে ২৩৫-২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
 
এলিসন মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি। তাকে সিনেটর বার্নি স্যান্ডার্স সমর্থন করেছেন।
 
আর পেরেজ প্রথম কোনো দক্ষিণ আমেরিকান ব্যক্তি, যিনি দলটির শীর্ষ এই পদে আসলেন।
 
পরে পেরেজ তার বক্তৃতায় বলেন, ট্রাম্পের সঙ্গে নির্বাচনে হারার পর দল আস্থা সংকটে রয়েছে। আর বর্তমান প্রেসিডেন্টের সময়ে গোটা দেশই বাজে সময় অতিক্রম করছে।

এসময় ট্রাম্পকে সময়ের 'সবচেয়ে নিকৃষ্ট' প্রেসিডেন্ট বলে মন্তব্য করেন পেরেজ।
 
সংশ্লিষ্টদের ধারণা, চেয়ারম্যান হিসেবে দলের অভ্যন্তরীণ শৃংখলা ফেরাতে বেশ বেগ পেতে হবে পেরেজকে।
 
তবে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী পেরেজ দলের সদস্যদের প্রতি বলেন, 'আমরা যদি এক হয়ে দলের আদর্শ ও মূল্যবোধ অনুযায়ী কাজ করি, আমরা সফল হবই।'
 
তিনি আরও বলেন, 'ডেমোক্রেটিক পার্টি এখন আস্থা সংকটে ভুগছে। তবে ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের দিনে সর্বস্তরের মানুষের প্রতিবাদ আমাদের নতুন করে উদ্বুদ্ধ করেছে।' 

গো নিউজ ২৪/এইচ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর