পতিতাবৃত্তি করছে ইসরাইলের নারী সেনারা


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ১০:৫৮ এএম
পতিতাবৃত্তি করছে ইসরাইলের নারী সেনারা

ইসরাইলে কমপক্ষে পাঁচশ' নারী সেনা সদস্য অর্থের অভাবে পতিতাবৃত্তিতে জড়িত। সাম্প্রতি এক জরিপ এমন তথ্য উঠে এসেছে। 

দেশটির মিশেল রোজিন নামে ইসরাইলের এক নারী সংসদ সদস্য এমন তথ্য প্রকাশের পর সোমবার জেরুজালেম পোস্ট পত্রিকায় এক মতামত কলামে এ রিপোর্টকে ইসরাইল সরকারের জন্য লজ্জার প্রতীক বলে মন্তব্য করেছেন।  

এদিকে 'এলেম-ইয়ুথ ইন ডিসট্রেস ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনে'র প্রকাশ করা অন্য এক রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের শতকরা ৩০ ভাগ তরুণ-তরুণী পতিতাবৃতিতে জড়িত যাদের বয়স ১৮ থেকে ২২ বছর। 

মিশেল রোজিন বলেন, ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যম এ রিপোর্ট প্রকাশ করেছে যে, মারাত্মক অর্থনৈতিক সঙ্কটের কারণে বহু নারী ও পুরুষ সেনারা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছেন। তিনি বলেন, দুঃখজনকভাবে পরিস্থিতি সঙ্কটজনক এবং এ অবস্থা ঠেকাতে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। 

একটি ঘটনা থেকে জানা গেছে, ইসরাইলি সেনাদের নারী বিষয়ক উপদেষ্টাকে একজন সেনা এ বিষয়ে সহযোগিতা করতে চেয়েছেন। কিন্তু ওই কর্মকর্তা বলেছেন, সেনাঘাঁটির বাইরে যৌন বিষয়ক ঘটনা সেনাবাহিনীর আওতার বাইরের বিষয়।

সংসদ সদস্য রোজিন জানান, তিনি এরইমধ্যে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে ইস্যুটি জরুরিভিত্তিতে আলোচনার অনুরোধ জানিয়েছেন। সেনাবাহিনীকে কেন অব্যাহতভাবে উপক্ষোর দৃষ্টিতে দেখা হচ্ছে, কমিটির কাছে সে প্রশ্নের জবাব চাওয়া হবে বলে জানান রোজিন।

গো নিউজ ২৪/এইচজে

আন্তর্জাতিক বিভাগের আরো খবর