হংকংয়ের সাবেক প্রধান নির্বাহীর কারাদণ্ড


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৭, ১১:১২ এএম
হংকংয়ের সাবেক প্রধান নির্বাহীর কারাদণ্ড

সরকারি অফিসে অসদাচরণের দায়ে হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাংকে ২০ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার এই রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণা পর বিশ্লেষকরা বলেন, শক্তিশালী আইনের শাসন থেকে ক্ষমতাবানরাও যে রেহাই পান না তা আবারও প্রমাণিত হল।

দীর্ঘদিন ধরে হংকংয়ের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বপালন করে এসেছেন স্যাং। এই দণ্ডের মাধ্যমে তার ক্যারিয়ারের কলঙ্কজনক পরিসমাপ্তি ঘটল।

বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে সোমবার রাত থেকে হাসপাতালে ছিলেন তিনি। সেখান থেকে পুলিশি প্রহরায় হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাকে আদালতে হাজির করা হয়। 

এর আগে ৯ জন বিচারকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সরকারি অফিসে অসদাচরণের দায়ে স্যাংকে দোষী সাব্যস্ত করেছিল।

গো নিউজ ২৪/এইচজে

আন্তর্জাতিক বিভাগের আরো খবর