উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব মালয়েশিয়ার


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০২:০০ পিএম
উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব মালয়েশিয়ার

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যার ঘটনায় উত্তর কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সোমবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়ালালামপুরে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত ক্যাং চোলকে তলব করেছে এবং উত্তর কোরিয়ার নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদূত চোল যেসব অভিযোগ করেছেন সেগুলো ব্যাখ্যা করার জন্য তাকে তলব করা হয়েছে। এর পাশাপাশি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে মালয়েশিয়া। 

গত সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান ন্যাম। তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ খুনে জড়িত সন্দেহে একজন উত্তর কোরীয়সহ আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন। সন্দেহের তালিকায় থাকা পলাতক আরও চারজনকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ, এরা সবাই উত্তর কোরিয়ার নাগরিক।

গো নিউজ ২৪/এইচজে

আন্তর্জাতিক বিভাগের আরো খবর