ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে মার্কিন বিচার বিভাগ


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০২:৪৩ পিএম
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই নির্বাহী আদেশের পক্ষে আবারও আপিল করার বিষয়টি আদালতকে বিবেচনা করতে বলা হয়েছে সেই বিবৃতিতে।

দেশটির স্থানীয় সময় সোমবার দেওয়া এই বিবৃতিতে তারা আরও বলেন, ট্রাম্প যে মুসলিম দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন, তার প্রয়োজন রয়েছে। ‘রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই’ এই নিষেধাজ্ঞা।

১৫ পৃষ্ঠার একটি লিখিত বিবৃতিতে বলা হয়, ‘ভ্রমণ নিষেধাজ্ঞাটি প্রেসিডেন্টের ক্ষমতার আইনগত ব্যবহার এবং এটি মুসলিম নিষিদ্ধকরণ নয়।’

মঙ্গলবার আরেকটি শুনানির পর সিদ্ধান্ত নেওয়া হবে যে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’টি শেষপর্যন্ত গ্রহণ নাকি বর্জন করা হবে।

গত রোববার আদালত আপিলের ওপরে স্থগিতাদেশ দেওয়ায় ইরাক, সিরিয়া, ইরান, সোমালিয়া, সুদান, লিবিয়া ও ইয়েমেনের বৈধ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন। 

উল্লেখ্য, শনিবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ বাতিল করে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এরপর ট্রাম্প এক টুইট বার্তায় জানায়, দেশে কিছু ঘটলে তার দায় এই বিচারক ও বিচার বিভাগকে নিতে হবে। 

সূত্র: বিবিসি  

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর