প্রথম নির্বাহী আদেশে ওবামাকেয়ার বাতিলে সই করলেন ট্রাম্প


প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৭, ০৩:৪৭ পিএম
প্রথম নির্বাহী আদেশে ওবামাকেয়ার বাতিলে সই করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই ওবামাকেয়ারের বিভিন্ন নিয়ম আইনগতভাবে বাতিলে নির্বাহী আদেশে সই করেছেন। আইনটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে নির্বাচনী প্রচারণায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করলেন ট্রাম্প।

স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে ওই নির্বাহী আদেশে ট্রাম্প সই করেন। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, আইনপ্রণেতারা ওবামাকেয়ার বাতিল করার আগ পর্যন্ত নির্বাহী বিভাগের সব শাখাকে এই আইনের অর্থনৈতিক বোঝা যতটা সম্ভব লাঘবে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

১৪ জানুয়ারি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ওবামাকেয়ার বাতিলে প্রথম পদক্ষেপ নেয়। পদক্ষেপটি ২২৭-১৯৮ ভোটে পাস হয়।

নির্বাহী আদেশে ট্রাম্প সই করার সময় হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ উপদেষ্টা জেয়ার্ড কুশনার, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও স্টাফ সেক্রেটারি রব পর্টার সাংবাদিকদের স্বাগত জানান।

ওবামাকেয়ার বাতিল করে দিতে চাইলেও এখন পর্যন্ত কংগ্রেসে দু’দলের কেউই এর কোনো উপযুক্ত বিকল্প বের করতে পারেননি। 

সূত্র: বিবিসি

গো নিউজ ২৪/  এস বি 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর