বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২০


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ১১:৩২ এএম
বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২০

কিরগিজস্তানে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি কার্গো বিমান কিরগিজস্তানে কয়েকটি বাড়ির ওপর আছড়ে পড়ে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

নিহতদের মধ্যে বিমানের আরোহী ও বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর লোকজন রয়েছে। বিবিসি অনলাইন জানিয়েছে, নিহতদের মধ্যে ওই সব বাড়ির কয়েকটি শিশুও রয়েছে।

কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজধানী বিশকেকের অদূরে মানাস বিমানবন্দরের কাছে বসতবাড়ির ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বোয়িং ৭৪৭ বিমানটি। উদ্ধারকর্মীরা বিমানের পাইলট ও ১৫ জন স্থানীয় বাসিন্দার মরদেহ উদ্ধার করেছেন।

হংকং থেকে মানাস বিমানবন্দর হয়ে ইস্তাম্বুলে যাচ্ছিল বিমানটি। কিন্তু মানাসে অবতরণের আগে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে লোকালয়ে বিধ্বস্ত হয় বিমানটি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর জরুরি বিভাগের কর্মীরা পৌঁছেছেন সেখানে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

ধারনা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে বিমানটি বিধ্বস্ত হতে পারে। কারন কুয়াশার জন্য দূরবর্তী বস্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিমান বিধ্বস্ত হওয়ার স্থানের কিছু ছবি থেকে দেখা যাচ্ছে, বিধ্বস্ত বসতবাড়ি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

গো-নিউজ২৪/বিএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর