ফ্লোরিডার বিমানবন্দরে হামলাকারীকে জিজ্ঞাসাবাদ


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৭, ০৭:৪৩ এএম
ফ্লোরিডার বিমানবন্দরে হামলাকারীকে জিজ্ঞাসাবাদ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ ফোর্ট লডারডেল বিমানবন্দরে হামলাকারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেছে। এই হামলায় পাঁচ জন নিহত ও অপর আট জন আহত হয়েছে।
 
পুলিশ হামলাকারীর পরিচয় জানতে পেরেছে। তার নাম এস্তেবান সান্টিয়াগো। তার বয়স ২৬ বছর। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। কর্মকর্তারা এই হামলার সম্ভাব্য উদ্দেশ্য হিসেবে সন্ত্রাসবাদকে নাকচ করে দিচ্ছেন না। মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, লোকটি মানসিকভাবে অসুস্থ। তার দাবি, মার্কিন সরকার তার চিন্তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাকে জিহাদি ভিডিও দেখতে বাধ্য করা হচ্ছে।
 
পেন্টাগন জানিয়েছে, এস্তেবান মার্কিন সেনাবাহিনীর পুয়ের্তো রিকো ও আলাস্কা ন্যাশনাল গার্ডের হয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সাল থেকে ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত ইরাকে নিয়োজিত ছিলেন। ২০১৬ সালের আগস্টে তার সেনা ক্যারিয়ারে সমাপ্তি ঘটে। মার্কিন গণমাধ্যম জানিসয়েছে, অসন্তোষজনক পারফরম্যান্সের কারণে তাকে আলাস্কা ন্যাশনাল গার্ড থেকে চাকরিচ্যুত করা হয়। এএফপি।

গো নিউজ ২৪/ এস কে 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর