ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৬, ০৯:৫৬ এএম
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি।

ধসে পড়া ভবন ও স্থাপনার নিচে অনেক মানুষ আটকা পড়েছে। তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সুমাত্রা দ্বীপের রেউলেউট শহরের কাছে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

পিদি জায়া জেলার এক ঊর্ধবতন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। হাসপাতালে আহত মানুষদের উপচে পড়া ভিড়।

পিদি জায়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ শহরের হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। যে কারণে আশপাশের শহরের হাসপাতালে পাঠানো হচ্ছে আহতদের।

২০০৪ সালে সাগরতলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে শুধু আচেহ প্রদেশে মারা যায় প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। ফলে এখানকার মানুষ ভূমিকম্প আতঙ্কে ভোগে।

স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩ মিনিটে ভূমিকম্প হয়। এ সময় অনেকে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক মসজিদ ধসে পড়েছে। আতঙ্কিত হয়ে খোলা জায়গা ও রাস্তায় আশ্রয় নিয়েছে বহু মানুষ। তথ্যসূত্র : বিবিসি অনলাইন

গো নিউজ২৪/জা আ  

আন্তর্জাতিক বিভাগের আরো খবর