মুখ্যমন্ত্রী জয়ললিতার মাসিক বেতন কত ছিল?


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৬, ০৮:০৮ এএম
মুখ্যমন্ত্রী জয়ললিতার মাসিক বেতন কত ছিল?

তিনি প্রয়াত। তাঁর স্মরণে লক্ষাধিক মানুষের ভিড় চেন্নাইয়ে।

 

তামিলনাড়ুতে ঘোষণা করা হয়েছে সাতদিনের রাষ্ট্রীয় শোক। তাঁর মৃত্যুশোকেই শোকস্তব্ধ গোটা দেশ। তিনি জয়রাম জয়ললিতা।

 

বর্ণময় জীবনে বরাবরই স্রোতের বিপরীতে হেঁটেছেন জয়ললিতা। আইনজীবী হওয়ার ইচ্ছা ছেড়ে রুপালি পর্দায় প্রবেশ। অভিনয় জগতে সাফল্যের পর আচমকাই রাজনীতিতে প্রবেশ করেন তিনি।

 

তাঁর মৃত্যুর পর আজ দেশবাসীর স্মরণে, সম্মানে আম্মার জীবনযাত্রা। মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে কম বেতন নিতেন জয়ললিতা। মাসে মাত্র ১ টাকা।

 

প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েই মাসিক বেতন নিতে অস্বীকার করেছিলেন তিনি। জানিয়েছিলেন, আয়ের অন্যান্য উৎস তাঁর রয়েছে। মাসিক বেতন তাঁর প্রয়োজন নেই। কিন্তু, আই অনুযায়ী সরকারি কর্মচারী হিসেবে বেতন নিতে তিনি বাধ্য। তাই মাসিক মাত্র ১ টাকা বেতনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন জয়রাম জয়ললিতা। যা গোটা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে কম।

 

গো নিউজ২৪/জা আ 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর