পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি


প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৬, ১১:০৬ এএম
পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি

আট বছর দায়িত্বপালনের পর আজ সোমবার হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি।

আজ এক ঘোষণায় জন কি বলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। এর ফলে তার দীর্ঘ আট বছরের দায়িত্বের অবসান ঘটছে। খবর বিবিসির।

আবেগঘন এক বিবৃতিতে কি বলেন, ‘আমার জীবনে নেয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটা। আমি জানি না পরবর্তীতে আমি কি করব?’ তিনি আরও বলেন, নিজেকে তিনি কখনো পেশাদার রাজনীতিবিদ মনে করেন না। একসঙ্গে দল ও দেশের নেতা হওয়া বিস্ময়কর অভিজ্ঞতা। নিজের ও দলের জন্য চলে যাওয়ার এটিই সেরা সময় বলে মন্তব্য করেন কি।

জন কি নিউজিল্যান্ডের খুবই জনপ্রিয় প্রধানমন্ত্রী। জানাগেছে বিভিন্ন কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এর মধ্যে অন্যতম হল নিজেকে ও পরিবারকে সময় দেওয়া। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, স্ত্রীর অনুরোধেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি আট বছর ও মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টির নেতা হিসেবে ১০ বছর পূর্তি উদ্‌যাপন করেছেন জন কি। আগামী সপ্তাহে জানা যাবে, নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে কেউ দায়িত্ব না নেওয়া পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০০২ সালে পার্লামেন্টে ঢোকেন জন কি। চার বছর পরে ন্যাশনাল পার্টির নেতৃত্বে আসেন। ২০০৮ সালে নয় বছরের লেবার পার্টির শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২০১৪ সালে ন্যাশনাল পার্টি থেকে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন কি। বিশ্বব্যাপী আর্থিক মন্দার সময়েও তিনি দেশের অর্থনীতিকে সচল রেখেছিলেন।

 এক ঘোষণায় কি জানিয়েছেন, ২০১৭ সালের নির্বাচনেও অংশ নেবেন না তিনি।

গো-নিউজ২৪/বিএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর