বিমান চালানোর সময় পাইলটের হার্ট অ্যাটাক!


প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৬, ০৭:৫০ এএম
বিমান চালানোর সময় পাইলটের হার্ট অ্যাটাক!

স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দর। রানওয়ে দিয়ে ছুটে চলেছে কেএলএম এয়ারলাইন্সের একটি বিমান। কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়বে। গন্তব্য নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। হঠাৎ করেই অসুস্থ বোধ করেন বিমানের পাইলট। লক্ষণ দেখে মনে হচ্ছিল হার্ট অ্যাটাক।

ছুটে গেলেন বিমানের ক্রুরা। এক যাত্রীর সাহায্যে পাইলটের জ্ঞান ফিরিয়ে আনা হলো। পরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাঁকে বিমান থেকে নামিয়ে আনেন।

নেদারল্যান্ডসের ওই পাইলটকে ভর্তি করা হয় ডানবারটনশায়ারে স্লাইডারব্যাংকের গোল্ডেন জুবিলি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

কেএলএম এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, আমস্টারডামের উদ্দেশে যখন বিমানটি রানওয়ে দিয়ে যাচ্ছিল, তখন বিমানের ক্যাপ্টেন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরে এক যাত্রীর সাহায্যে ক্রুরা তাঁর চিকিৎসা করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি সুস্থ আছেন।

স্কটিশ অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ‘একটি ফোনকলের মাধ্যমে আমরা তথ্য পাই, গ্লাসগো বিমানবন্দরে একজন হার্ট অ্যাটাক করেছেন। আমরা সেখানে ৫টা ২৫ মিনিটেই পৌঁছে যাই।’

পাইলটের হার্ট অ্যাটাকের ফলে কোনো দুর্ঘটনায় পড়তে হয়নি বিমানটির যাত্রীদের। সহকারী পাইলট বিমানটি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণে আনেন। তবে বিমানযাত্রাটি সেদিন বাতিল করা হয়।

গো নিউজ ২৪/ এস কে 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর