ফিদেল কাস্ত্রোকে শেষ শ্রদ্ধা জানিয়েছে লাখো মানুষ


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ০৪:৩৫ পিএম
ফিদেল কাস্ত্রোকে শেষ শ্রদ্ধা জানিয়েছে লাখো মানুষ

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে তার জন্মভূমি সান্তিয়াগোতে শেষ বিদায় জানিয়েছে লাখো মানুষ। কিউবানরা ছাড়াও বিভিন্ন দেশের নেতারা এতে অংশ নেয়। পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দেন তাঁর ভাই এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। এরপর তাঁকে সেখানেই তাকে সমাহিত করা হবে।

রাউল কাস্ত্রো জানিয়েছেন, ফিদেল কাস্ত্রোর ইচ্ছা অনুসারে তার নামে কোনও মন্যুমেন্ট বা সড়কের নামকরণ করা হবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফিদেল কাস্ত্রো সবসময় ব্যক্তিপূজার বিরুদ্ধে ছিলেন বলেও তিনি জানান।

এর আগে ফিদেল কাস্ত্রোর দেহভস্ম তার জন্মস্থান সান্তিয়াগো শহরে পৌঁছায়। সমবেত বিপুল সংখ্যক মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে `ফিদেল চিরজীবী হোন` শ্লোগান দিতে থাকে। সেখানে যোগ দেন ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার নেতৃবৃন্দ এবং আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো মারাদোনা।

এর আগে হাভানা থেকে রওনা হয়ে চারদিনের যাত্রায় পথে পথে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সান্তিয়াগোতে পৌছায় ফিদেল কাস্ত্রোর দেহভস্ম। গত ২৫শে নভেম্বর নব্বই বছর বয়সে কিউবার বিপ্লবী এই নেতার জীবনাবসান ঘটে।

গো-নিউজ২৪/বিএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর