ভোট পুনর্গণনায় যোগ দিচ্ছে হিলারি শিবির


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৬, ০৯:৫৭ এএম
ভোট পুনর্গণনায় যোগ দিচ্ছে হিলারি শিবির

উইসকনসিনের ভোট পুনর্গণনায় প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন শিবির যোগ দেবে বলে জানিয়েছেন শিবিরের এক আইনজীবী। জিল স্টেইন প্রথমে উইসকনসিন রাজ্যের ভোট পুনর্গণনার উদ্যোগ নেন।

হিলারি শিবিরের আইনজীবী মার্ক এলিয়াস বলেছেন, ‘ভোট পক্রিয়ায় কোনো ধরনের কারচুপি হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য হিলারির দল ও বাহিরের বিশেষজ্ঞরা নির্বাচনের ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। নির্বাচনে জালিয়াতের উদ্দেশে মেশিনের ক্ষতি করা হয়েছে, এমন কোনো প্রমাণ আমরা পাইনি। তবে যে সাড়ে ৬ কোটি আমেরিকান হিলারি ক্লিনটনের জন্য ভোট দিয়েছেন তাদের অনুরোধের কারণে সত্যিই স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা হয়েছে কি না, তা জানার জন্য ভোট পুনর্গণনায় অংশগ্রহণের বাধ্যবাধকতা আমাদের রয়েছে।’

নির্বাচনের ফল পরিবর্তনে অর্থাৎ হিলারিকে প্রেসিডেন্ট হতে হলে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়া- এই তিন রাজ্যের ফলই তার পক্ষে যেতে হবে।

সূত্র : বিবিসি

গোনিউজ২৪/এমএইচএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর