ড. জাকির নায়েককে ভয়ঙ্কর বললেন তসলিমা নাসরিন!


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০১৬, ০৮:২৩ পিএম
ড. জাকির নায়েককে ভয়ঙ্কর বললেন তসলিমা নাসরিন!

তসলিমা নাসরিন, ইসলাম ধর্মের প্রচারক এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ডা. জাকির নায়েককে আধুনিক সমাজের জন্য ‘ভয়ঙ্কর’ একজন ব্যক্তি বলে মন্তব্য করেছেন। তার মতে, ‘পিস (শান্তি) প্রিয় দেশের কোন পিস টিভির দরকার নেই।’

 

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইট্যারে জাকির নায়েককে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করেছেন লেখিকা তসলিমা। কারণ হিসেবে উল্লেখ করেছেন, `জাকির নায়েক সপ্তম খ্রিষ্টাব্দে ব্যবহৃত কোরানের শ্লোক উদ্ধৃত প্রচার করছেন। একবিংশ শতকে দাঁড়িয়েও যৌনদাসী, বহুবিবাহ এবং স্ত্রীর গায়ে হাত তোলার মত কাজগুলিকে সমর্থন জানাচ্ছেন।’ 

 

একটি টুইট সিরিজে লেখিকা লিখেছেন, ‘আমি জাকির নায়েকের বক্তব্য শুনেছি। তিনি কুরআন গ্রন্থে উদ্ধৃত করে সেগুলির ন্যায্যতা আনার চেষ্টা করেন। উনি খুব ভয়ঙ্কর, কারণ উনি একবিংশ শতকেও সপ্তম শতকের নিয়ম চালু রাখার চেষ্টা করেন।’

 

জাকির নায়েক নিজের হাতে অস্ত্র রাখেন না। কিন্তু তাঁর অনুগামীদের হাতে অস্ত্র তুলে দেন বলে অভিযোগ করেছেন তসলিমা। ইসলাম ধর্ম সম্পর্কে তিনি বলেছেন, ‘ইসলাম একটা হিংসাত্মক মতাদর্শ। ইসলামিক জঙ্গিরা সেই মতাদর্শ মেনে চলে। অধিকাংশ মুসলিম হিংসাত্মক নয়, কারণ তারা মনে করেন ইসলাম হিংসার ধর্ম নয়। মুসলিমরা ভালো মানুষ। এর মানে এই নয় যে, ইসলাম ভালো। আমি ইসলামের সমালোচনা করলে সকলে ভাবে মুসলিমদের সমালোচনা করছি।’

 

তিনি আরো বলেন, ‘কোরানের সব পদ্য পড়লে মানুষ সন্ত্রাসবাদী তৈরি হবে। নাহলে সে নাস্তিক হবে।’

 

গো নিউজ২৪/জা আ 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর