যৌন হেনস্তার শিকার জাকারবার্গের স্ত্রী!


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: মে ৩১, ২০১৯, ০৫:৫৫ পিএম
যৌন হেনস্তার শিকার জাকারবার্গের স্ত্রী!

ঢাকা: ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চানকে তাদেরই প্রধান নিরাপত্তা কর্মী যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ তুলেছেন কয়েক জন কর্মকর্তা।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, এই অভিযোগ তুলেছেন জাকারবার্গের দুই সাবেক পারিবারিক কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তির নাম লিয়াম বুথ। তিনি সিক্রেট সার্ভিসের সাবেক অফিসার।

জাকারবার্গের ওই দুই কর্মকর্তা আইনি চিঠি লিখে নিজেদের অভিযোগের বিষয়টি জাকারবার্গকে জানিয়েছেন।

জাকারবার্গের পারিবারিক অফিস থেকে এই অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একজন মুখপাত্র জানিয়েছেন, তদন্ত চালকালীন বুথকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

জাকারবার্গ এবং তার পরিবারের নিরাপত্তার জন্য ফেসবুক ২০ মিলিয়ন ইউএস ডলার ব্যয় করে।

প্রিসিলা চান কীভাবে যৌন হেনস্তার শিকার হয়েছেন, সেটি স্পষ্ট নয়। দুই কর্মকর্তা তাদের চিঠিতে বিষয়টি এভাবে বর্ণনা করেছেন, লিয়াম বুথ প্রায়ই প্রিসিলা চানকে নিয়ে বৈষম্যমূলক মন্তব্য করতেন। তার গাড়ি চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতেন। তাকে এশিয়ান বলে বিতর্কিত কথা বলতেন। যেগুলো যৌন হয়রানির ভয়ংকর মাত্রায় পড়ে।

গো নিউজ২৪/এমআর

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর