শিশুর গলায় আটকে গেল ৫ টাকার কয়েন, অতঃপর…


নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ১২:৫৪ পিএম
শিশুর গলায় আটকে গেল ৫ টাকার কয়েন, অতঃপর…

নিউজ ডেস্ক: অস্ত্রপচার করে গলায় আটকে থাকা পাঁচ টাকার কয়েন বের করে দুই শিশুর প্রাণ বাঁচাল মালদহ মেডিকেলে চিকিৎসকেরা।

ঘটনাটি ঘটে রোববার রাতে ভারতের মালদহনে। বর্তমানে দুটি শিশুই মালদহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর পাগলাঘাট গ্রামের বাসিন্দা মিন্টু শেখের ছয় বছরের ছেলে নবাব বাহাদুর। রোববার বাড়িতে কুল খাচ্ছিল নবাব। কুলের সঙ্গেই একটি পাঁচ টাকার কয়েনও খেয়ে ফেলে সে। পরিবারের তরফ থেকে তৎক্ষণাৎ নবাবকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

অন্য দিকে, রোববার দুপুরে প্রায় একই ঘটনা ঘটে আরশি সাহার সঙ্গে। ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া ব্যারাক কলোনির বাসিন্দা রঞ্জিত সাহার তিন বছরের মেয়ে আরশি। এ দিন দুপুরে মোবাইল নিয়ে খেলা করছিল সে। হাতের কাছে একটি পাঁচ টাকার কয়েন পেয়ে মুখে দিয়ে দেয় আরশি। তাকেও নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেলে। বর্তমানে নবাব ও আরশি দু’জনেই সুস্থ রয়েছে।

গো নিউজ২৪/এমআর

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর