তারেক রহমানকে ব্রিটিশ হোম ডিপার্টমেন্টে জিজ্ঞাসাবাদ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৮:৩৫ পিএম
তারেক রহমানকে ব্রিটিশ হোম ডিপার্টমেন্টে জিজ্ঞাসাবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৪ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটিশ হোম ডিপার্টমেন্ট। যুক্তরাজ্য পররাষ্ট্র দফতরের সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ব্রিটিশ হোম ডিপার্টমেন্টের জিজ্ঞাসাবাদে ৪টি বিষয়কে সামনে রাখা হয়। এর মধ্যে রয়েছে- তারেক রহমান লন্ডনে কীভাবে চলছেন, তার টাকার উৎস কি, কোথা থেকে আসছে এবং একজন রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তি হয়ে তিনি কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। 

দণ্ডিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ সরকারের কাছে একাধিকবার আবেদন করেছে বাংলাদেশ সরকার। এ নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্য পররাষ্ট্র দফতরের কূটনৈতিক তৎপরতা নতুন করে জোরদার হয়েছে। 

বাংলাদেশের পররাষ্ট্র দফতরের প্রত্যাশা, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও অগ্রগতি হয়েছে। যে কোনো সময় তাকে দেশে ফিরিয়ে দেয়ার ব্যাপারে ব্রিটিশ সরকারের ইতিবাচক সম্মতিরও প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তারেক রহমানকে ব্রিটিশ হোম ডিপার্টমেন্টের কর্মকর্তারা ৪ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেন। 

সূত্র জানায়, তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকারের চেষ্টার এটা দ্বিতীয় ধাপ। জিজ্ঞাসাবাদের পর তারেক রহমানের বক্তব্যগুলো ব্রিটিশ পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের কাছে যদি সন্তোষজনক না হয় তাহলে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার আনুষ্ঠানিক তৎপরতা শুরু হবে।

তবে জিজ্ঞাসাবাদের বিষয়টি অস্বীকার করেছে বিএনপি। দলের আইন বিষয়ক সম্পাদক ও নবগঠিত পররাষ্ট্র বিষয়ক ফোরাম ফরেন অ্যাফেয়ার্স কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এসব হচ্ছে বর্তমান সরকারের মিথ্যা অপপ্রচার ও প্রপাগান্ডা। এ সব বিষয়ের কোনো ভিত্তি নেই।

গো নিউজ২৪/আই

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর