কারাগারে ২৩ টাকার ইফতারি পান সাঈদী


নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২০, ২০১৮, ০৯:৪৪ এএম
কারাগারে ২৩ টাকার ইফতারি পান সাঈদী

রমজানে ইফতার উপলক্ষে কারাগার থেকে ২৩ টাকার ইফতার দেওয়া হয় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্য কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে। 

শনিবার এমন কথা জানান সাঈদী পুত্র উপজেলায় চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী।

এসময় মাসুদ বিন সাঈদী বলেন, ২৩ টাকা দিয়ে কি ইফতারি হয়? ২৩ টাকার ইফতারির খবর কীভাবে জানলেন? এমন প্রশ্নর জবাবে তিনি বলেন, গত ৩ দিন আগে আব্বার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা তিন ভাই। কারাকর্তৃপক্ষের কাছ থেকে আমরা শুনেছি আব্বাকে ২৩ টাকার ইফতারি দেওয়া হবে।

তারা তিন ভাই হলেন- মাসুদ বিন সাঈদী, শামীম সাঈদী, নাসিম সাঈদী। তাদের সবার বড় ভাই রাফিক বিন সাঈদী মারা গেছেন কয়েক বছর আগেই। এরমধ্যে মাসুদ সাঈদী পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা চেয়ারম্যান।

মাসুদ সাঈদী আরও বলেন, আব্বাকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

১৬ মে দুপুর ১২টায় সাঈদীর সঙ্গে দেখা করেছেন তার তিন ছেলে। কারাগারে কেমন আছেন আপনার বাবা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আব্বার বয়স ৮০ বছর। তিনি ৪০ বছর যাবত ডায়াবেটিক রোগে ভুগছেন। তার হার্টে ৫টি রিং পরানো আছে। তারপরেও বলব আলহামদুলিল্লাহ।

এরআগে ৩ মে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সাঈদীকে চিকিৎসার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল।

গো নিউজ২৪/এমআর

 

 

 

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর