মং রাজার বিয়ে


নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০, ০৬:৩০ পিএম
মং রাজার বিয়ে

শেষ হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার মং সার্কেল চিফ বা রাজার বিয়ের আনুষ্ঠানিকতা। রাজা সাচিংপ্রু চৌধুরী বিয়ে করেছেন খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকার উখেংচিং মারমাকে।

মারমা রীতি অনুযায়ী, গত বৃহস্পতিবার ভোরে পানখাইয়াপাড়া এলাকা থেকে বউ নিয়ে আসা হয়। সকাল সাড়ে ছয়টায় করা হয় বধূবরণ। নবদম্পতির উদ্দেশে ধর্মীয় রীতি অনুযায়ী করা হয় মঙ্গলসূত্র পাঠ। সন্ধ্যায় প্রথা অনুযায়ী রাজমাতা মাধবীলতা চৌধুরী রানি হিসেবে বরণ করেন নববধূ উখেংচিংকে।

রানি উখেংচিং মারমা পানখাইয়াপাড়া এলাকার অঙ্ক্যজাই মারমা ও সুইনাইচিং মারমার মেয়ে। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। পরে যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটি থেকে একটি ডিগ্রি নিয়ে বর্তমানে বিশ্ব খাদ্য কর্মসূচির অধীনে কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন।

প্রথা অনুযায়ী, রাজপরিবারের বিয়ে উপলক্ষে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী রাজা হেডম্যান, কার্বারি, গুরুত্বপূর্ণ প্রজা ছাড়াও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

শুক্রবার দুপুরে শহরের গোলাবাড়ি ইউনিয়নে অবস্থিত মং রাজবাড়িতে পাঁচ হাজার মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

২০০৮ সালে এক সড়ক দুর্ঘটনায় তৎকালীন রাজা পাইহ্লাপ্রু চৌধুরীর মৃত্যু হলে রাজ্যভার গ্রহণ করেন ছেলে বর্তমান রাজা সাচিংপ্রু চৌধুরী। রাজার বয়স এখন ৩৫ বছর। তিনি ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়ালেখা করছেন। দুই বোন, এক ভাইয়ের মধ্যে রাজা সাচিংপ্রু চৌধুরী সবার ছোট। ১৮৭০ সালে মং সার্কেল, চাকমা সার্কেল ও বোমাং সার্কেল নামে পার্বত্য চট্টগ্রামে রাজপ্রথা শুরু হয়।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর