ভিক্ষুকের কাছে ফেলে যাওয়া শিশুটির বাবা এখন ডিসি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৭:৩১ পিএম
ভিক্ষুকের কাছে ফেলে যাওয়া শিশুটির বাবা এখন ডিসি

ভৈরবে বাসস্ট্যান্ডে এক ভিক্ষুকের কাছে ফেলে যাওয়া তিনদিনের শিশুটির দত্তক নিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক রফিকুল বারীর দেয়া আদেশের পর শিশুটির দায়িত্ব নেন ডিসি। 

বর্তমানে শিশুটি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার হেফাজতে রয়েছে। আগামী বৃহস্পতিবার জেলা সমাজসেবা অধিদফতরের প্রবেসন অফিসার ভৈরবে এসে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করবেন।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক নারী ভৈরবে বাস থেকে নেমে বাসস্ট্যান্ড এলাকায় এক ভিক্ষুকের কাছে শিশুটি রেখে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যায়। ওই ভিক্ষুক এক ঘণ্টা পর স্থানীয় এক যুবক আশরাফুলকে ঘটনাটি জানায়। পরে সে ঘটনাটি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানাকে অবহিত করে। এরপর ইউএনও'র নির্দেশে আশরাফুল এদিন রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বুলবুল আহমেদের কাছে শিশুটিকে রেখে আসে। এরপর ইউএনও'র নির্দেশে শুক্রবার রাতেই পুলিশ এ ব্যাপারে থানায় একটি জিডি করে। শিশুটি সুস্থ আছে বলে জানান হাসপাতালের ডা. বুলবুল আহমেদ।

জানা গেছে, উদ্ধারের পর গত রোববার ইউএনও লুবনা ফারজানার নির্দেশে উপজেলা সমাজসেবা অফিসার কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আদালতে শিশুটির বিষয়ে সিদ্ধান্ত দিতে একটি আবেদন করেন। 

এদিকে শিশুটি দত্তক নিতে ইউএনও এবং হাসপাতালের ডাক্তারের কাছে কমপক্ষে ২০ জন আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ইউএনও। এর মধ্যে খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী গতকাল সোমবার শিশুটিকে দত্তক নিতে আবেদন করেন। বিকেলে বিচারক তাকে দত্তক দেয়ার আদেশ দেন। আদেশ পাওয়ার পর সোমবার রাতে শিশুটিকে পরম মমতায় ইউএনও লুবনা ফারজানা বাসায় নিয়ে আসেন।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর