আটক করেও থানায় নেওয়া যায়নি মাইকে ফুঁ দেওয়া কবিরাজকে


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০৭:৪৯ পিএম
আটক করেও থানায় নেওয়া যায়নি মাইকে ফুঁ দেওয়া কবিরাজকে

মাইকে তেল-পানির বোতলে ফুঁ দেওয়া কাঠুরিয়া কবিরাজ সবুজ মিয়াকে আটক করেও থানায় নিয়ে যেতে পারেনি পুলিশ।  ভণ্ডামির অভিযোগে ১৭ দিন আগে তাকে একবার আটক করেছিল কিশোরগঞ্জের হোসেনপুর থানার পুলিশ। কিন্তু সেদিন শতশত অন্ধবিশ্বাসী জনতা তাকে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেয়।

জানা গেছে, সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কবিরাজির নামে ভণ্ডামির বিষয়ে থানায় অভিযোগ করা হলে হোসেনপুর থানার এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ এসে কবিরাজ সবুজকে আটক করে।

তাকে পুলিশ ভ্যানে তুলে থানায় নেয়ার চেষ্টা করলে অন্ধবিশ্বাসী শত শত লোকজন পুলিশ ভ্যান আটকিয়ে আটক কবিরাজকে ছিনিয়ে নেয়।

এ ঘটনার ১৫ দিনের মাথায় (৯ নভেম্বর) শনিবার একই জেলার পাকুন্দিয়া থানার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের ফসলের বিস্তীর্ণ মাঠে মঞ্চ তৈরি করে ঝাড়ফুঁকের আসর বসায় কথিত কবিরাজ সবুজ মিয়া।

এরপর থেকে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে এ ঘটনার নিন্দা ও ধিক্কার জানাচ্ছে সচেতন নাগরিক সমাজের অনেকে। সেইসঙ্গে সামাজিক মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।

পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেণু ও সুখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ টিটু মঞ্চে উপস্থিত থেকে তাকে সহায়তা প্রদান করেন।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর