খোকা ছিলেন ভীষণ সাহসী: নাসির উদ্দিন ইউসুফ


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ১০:৪৯ পিএম
খোকা ছিলেন ভীষণ সাহসী: নাসির উদ্দিন ইউসুফ

রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শ থাকলেও মুক্তিযোদ্ধা হিসেবে সাদেক হোসেন খোকার প্রশংসা করলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় খোকা বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। যুদ্ধ পরবর্তী সময়ে তার মতাদর্শে পরিবর্তন আসে। সে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষ। ফলে রাজনৈতিক আদর্শের জায়গায় তার সঙ্গে আমার দ্বিমত ছিল। কিন্তু বন্ধু এবং মুক্তিযোদ্ধা হিসেবে খোকার প্রশংসা করতে হবে।’

যুদ্ধ দিনে খোকার সাহসী ভূমিকার প্রশংসা করে নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘মেজর খালেদ মোশাররফের অধীনে আমরা যুদ্ধ করেছি। এর মধ্যে আমি একটা দলের প্রথমে সেকেন্ড ইন কমান্ড এবং পরে কমান্ডার হই। খোকা অন্য একটি দলের কমান্ডার ছিল। আমরা একসঙ্গে পাশাপাশি যুদ্ধ করিনি। কিন্তু যুদ্ধের সময়ে খোকার নেতৃত্বে দুটি সাহসী অপারেশনের কথা এই মুহূর্তে মনে পড়ছে। 

একটি হলো শান্তিনগরে, সম্ভবত অক্টোবরে খোকাদের দলটি ডিএফপি আক্রমণ করে সেই ভবনটা উড়িয়ে দেয়। কারণ সেখানে পাকিস্তানি ছবি বানিয়ে বিদেশে প্রোপাগাণ্ডা ছড়ানো হতো। এছাড়া সেপ্টেম্বরে নির্বাচন কমিশনের অফিসে খোকাদের দলটি আক্রমণ করে। এই দুটি সাহসী অপারেশনের কথা জানি। যেখানে খোকার সাহসী ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান আছে খোকার।’

ষাটের দশক থেকেই খোকার সঙ্গে পরিচয় নাসির উদ্দিন ইউসুফের। তখন খোকা ছাত্র ইউনিয়নের রাজনীতি করতো। আর যুদ্ধ পরবতী সময়ে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তখন থেকেই আদর্শিকভাবে মতবিরোধ তৈরি হয় বলে জানান নাসির উদ্দিন ইউসুফ।

তিনি বলেন, ‘বিগত দুই দশক ধরে খোকার সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। যুদ্ধ পরবর্তী সময়ে আমি সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হই। খোকা রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ে। রাজনৈতিক আদর্শগত পার্থক্যের কারণে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব থাকলেও মুক্তিযোদ্ধা হিসেবে খোকার সাহসিকতা প্রশংসা সব সময়ই করব।’

সূত্র-দেশরূপান্তর

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর