বঙ্গবন্ধু কি হেলমেট ছাড়া বাইকে চড়তেন?


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০৬:৪৫ পিএম
বঙ্গবন্ধু কি হেলমেট ছাড়া বাইকে চড়তেন?

হঠাৎ দেখলে মনে হবে অবিকল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান! চেহারা, পোশাক, বেশভুষায় বঙ্গবন্ধুর সঙ্গে অনেক মিল। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে জন্ম আরুক মুন্সীর। তিনি চাকরি করেন ঢাকার এক‌টি প্রতিষ্ঠানে। 

সাধারণ মানুষ আরুক মুন্সীকে দেখার জন্য ভিড় করে থাকেন। অবাক দৃষ্টিতে তাকে দেখেন। এ যেন আরেক বঙ্গবন্ধু! অনেকেই তার সঙ্গে সেলফি তোলেন। অনেকে কুশল বিনিময় করে মনের শান্তি পান।

আরুক মুন্সী বলেন, ‘মানুষ ভিড় করে বলে বিব্রত হন না। ভালোই লাগে। নি‌জেকে বঙ্গবন্ধুর আদ‌র্শের সৈ‌নিক ম‌নে করি আমি।’

এদিকে বঙ্গবন্ধুর এই আদর্শের সৈনিককে এবার হেলমেটবিহীন অবস্থায় মোটরবাইকে ভ্রমন করতে দেখা গেছে। এনিয়ে প্রশ্ন তুলেছেন মানুষজন।

সামাজিক মাধ্যমে হেলমেট ছাড়া বাইকে আরুক মুন্সীর ছবি ছড়িয়ে পড়লে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। 

মোটরসাইকেলে আরুক মুন্সী

একজন লিখেছেন, উনাকে বঙ্গবন্ধু বলার মানেই হয় না। বঙ্গবন্ধুর মতো দেখতেই কি বঙ্গবন্ধু হওয়া যায় না। 

অরেকজন লিখেছেন, অসচেতন, হেলমেট না পরে ঘুরে কে এটা?

অন্য একজন লিখেছেন, একই রকম দেখতে যদি সকলে একই হতো তাহলে পৃথিবীতে করো মনুষত্বের কমতি থাকতো না।

আরেকজনের দাবি, মিডিয়া তাকে নিয়ে অনেক সংবাদ করার পর পরিচিত হয়ে উঠে।

রাস্তায় সিএনজি অটোরিক্সার ভেতর থেকে ছবিটি তোলা হয়েছে। তবে এটা ঠিক কোন স্থানে তা জানা যায়নি। 

সাধারণ মানুষ মনে করেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে নিশ্চই তিনি এরকম হেলমেটবিহীন মোটরসাইকেলে চড়তেন না। আরুক মুন্সি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলেন এবং মানুষ তার মাঝে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির ছায়া দেখতে পান। তাই তারও সড়কে চলাচলের ক্ষেত্রে আরো সচেতন হওয়া জরুরী।

গো নিউজ২৪/আই 

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর