আন্তর্জাতিক মিডিয়ায় ‘বুবলীকাণ্ড’


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৭:১৩ পিএম
আন্তর্জাতিক মিডিয়ায় ‘বুবলীকাণ্ড’

ভাড়াটে ছাত্রীদের দিয়ে পরীক্ষা দেওয়ায় দেশব্যাপী আলোচিত নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলী এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ শিরোনাম হয়েছেন।

বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের এই নেত্রী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে বহিষ্কৃত হন।

বুবলীকে নিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। এএফপির বরাত দিয়ে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান, মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমসসহ বেশ কয়েক বিদেশি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে। 

এএফপি জানায়, বুবলীর হয়ে তার মতো দেখতে আট নারী পরীক্ষা অংশগ্রহণ করেন। নাগরিক টিভির অনুসন্ধানে বিষয়টি ধরা পড়ে, পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়ে যায়।

এদিকে জালিয়াতির সহায়তা নেওয়ায় বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। এ ছাড়া ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জালিয়াতির ঘটনার পর বুবলীকে প্রধানমন্ত্রীর দফতরে তলব করা হয়েছে। তিনি সংসদ সদস্য পদ হারাতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র। 

এমপি বুবলী ২০১১ সালে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বুবলী এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি বাউবির বিএ কোর্সে ভর্তি হয়েছিলেন।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর