যে কারণে রণক্ষেত্র ভোলা


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ০৩:৫৯ পিএম
যে কারণে রণক্ষেত্র ভোলা

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ গ্রামবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।রোববার বোরহানউদ্দিন ঈদগাহ মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে ঘিরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, ফেসবুকে আল্লাহ এবং হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগ এনে তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।পুলিশ গিয়ে সমাবেশ বন্ধ করার অনুরোধ জানালে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এঘটনায় বোরহানউদ্দিন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভর নিজের নাম ও ছবি সম্বলিত ফেইসবুক আইডি থেকে আল্লাহ এবং মোহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ গালাগাল করে তার কয়েকজন ফেইসবুক বন্ধুর কাছে মেসেজ করা হয়।

একপর্যায়ে কয়েটি আইডি থেকে মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেইসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সবার নজরে আসে। ফেইসবুক ব্যবহারকারীরা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।

পরে শুক্রবার রাতে বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করতে আসলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি ) এনামুল হক জানান, শুক্রবার রাতে বিপ্লব চন্দ্র আমাদের কাছে আসলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে রাখি।

তিনি বলেন, ‘বিপ্লবের তথ্য মতে তার আইডি হ্যাক করা হয়েছে। শাকিল শরীফ (২০) নামের এক যুবক তার কাছ থেকে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই ব্যক্তি এসব মেসেজ করেছে।’

ওসি আরও জানান, আমরা শাকিল শরীফকে শনিবার আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। শাকিল শরীফ স্থানীয় নুরু আলম মোল্লার ছেলে।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর