হু ইজ নুরুল? নুরুল কে?


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৪:২৫ পিএম
হু ইজ নুরুল? নুরুল কে?

ছাত্রলীগ থেকে অপসারিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে স্বেচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, রাব্বানীর উচিত ডাকসুর জিএস পদ থেকে অনতিবিলম্বে পদত্যাগ করা। তিনি সেচ্ছায় পদত্যাগ না করলে ডাকসুর সভা ডেকে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। 

এদিকে ভিপি নুরের এমন দাবির বিষয়ে একহাত নিলেন গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘হু ইজ নুরুল? নুরুল কে?’

রাব্বানী বলেন, পদত্যাগ কেন করব? পদত্যাগের প্রশ্নই আসে না। ডাকসু বা সিনেট থেকে আমার পদত্যাগের দাবিটি খুবই খোঁড়া (লেইম)। এই দাবির ভিত্তি নেই বলে দাবি করেন রাব্বানী।

শোভনের সিনেট সদস্যপদ থেকে পদত্যাগের বিষয়ে গোলাম রাব্বানী বলেন, শোভন ডাকসুতে নির্বাচিত ছিলেন না, ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা সম্মিলিতভাবে তাকে সিনেটে নিয়ে এসেছিলাম। নেত্রীর মনে কষ্ট দিয়ে তিনি অনুতপ্ত, তিনি নিজের জায়গা থেকে পদত্যাগ করেছেন। এর অর্থ কিন্তু এই নয় যে তিনি অন্যায় করেছেন। যেসব অভিযোগের কথা বলা হয়েছে, একটিও প্রমাণ হয়নি, হবেও না। কারণ আমরা এ ধরনের কিছু করিনি। পত্রপত্রিকায় যা এসেছে, কোনোটিরই দালিলিক তথ্যপ্রমাণ নেই।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর