অফিস সহকারী সেই সাধনার অজানা তথ্য


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ১০:২২ এএম
অফিস সহকারী সেই সাধনার অজানা তথ্য

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হবার পর থেকেই আত্মগোপনে রয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা। 

রোববার তার অফিস করার কথা থাকলেও কাজে আসেনি তিনি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিব কুমার সাহা বলেছেন, তিনি অফিসে অনুপস্থিত। কোনো ছুটির আবেদন করেননি।

শহরের শেখেরভিটায় তার ভাড়াটিয়া বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। বাড়ির মালিক বলেন, শুকনগরীতে একবার নদী ভাঙার পর তারা বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতো। পরে একটা বাড়িও করেছে। তিনি প্রায় তিন বছর ধরে মা-বাব এবং ছেলেকে নিয়ে আমার বাড়িতে ভাড়া থাকেন। আমি যতদূর জানি, এক বছর আগে ডিসি অফিসের পিয়ন পদে তার চাকরি হয়েছে। আমি তাকে সবসময় ভালো হিসেবেই দেখেছি। কখনো তার খারাপ কিছু আমার চোখে পড়েনি।

সাধনার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শুকনগরী গ্রামে গিয়েও তার খোঁজ মেলেনি।

সাধনার মা নাসিমা আক্তার বলেন, আমার মেয়ে বেড়াতে গেছে। কিন্তু কোথায়  বেড়াতে গেছে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

জানা গেছে, ৭ বছর আগে সানজিদা ইয়াসমিন সাধনার স্বামী মারা যান। তাদের একমাত্র সন্তান ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

প্রসঙ্গত, নিজ অফিস কক্ষে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের সাথে সাধনার আপত্তিকর দুইটি ভিডিও (চার মিনিট ৫৭ সেকেন্ড ও ২৪ মিনিট ৫৯ সেকেন্ড) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে।

গো নিউজ২৪/এমআর

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর