দর কষাকষিতে দেবর-ভাবি: ছাড় দেবে না আ.লীগ, বিএনপি প্রস্তুত


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ১২:০৪ পিএম
দর কষাকষিতে দেবর-ভাবি: ছাড় দেবে না আ.লীগ, বিএনপি প্রস্তুত

শূন্য ঘোষিত রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে, মনোনয়নই বা পাচ্ছেন কারা এ নিয়ে আলোচনা শুরু হয় সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই।

জাতীয় পার্টির (জাপা) দুর্গ বলে পরিচিত এ আসনে প্রার্থী চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছে এরশাদের হাতে গড়া দলটি। অন্যদিকে, বিগত নির্বাচনগুলোয় ছাড় দিলেও এবার জাপাকে ছাড় দিতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি বিএনপিও উপ-নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে জাতীয় পার্টি শীর্ষ নেতাদের জানায়, রংপুরের উপ- নির্বাচনে প্রার্থিতায় চমক থাকতে পারে। এরশাদ পরিবারের ৪ সদস্যের পাশাপাশি দলের অন্তত তিনজন নেতা ওই আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।

এতে করে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বেকায়দায় পড়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে পারছেন না তিনি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পার্টি শীর্ষ নেতাদের দেয়া তথ্য মতে, রংপুর-৩ আসন জাতীয় পার্টির সুপ্রিম কমান্ডের হাতেই থাকার কথা। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দিলে চমক হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নিজেই এ আসনে প্রার্থী হতে পারেন। তিনি নিজে না হলে ওই আসনে তার ভাই আমেরিকা প্রবাসী ড. হুসেইন মুর্শেদ প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে জিএম কাদেরর লালমনিরহাট-৩ আসনে দেখা যেতে পারে অন্য কাউকে।

এদিকে, রংপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাইয়ের ছেলে সাবেক সংসদ সদস্য আসিফ শাহরিয়ার। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ওই আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

এ ছাড়া এরশাদ পরিবারের অন্যতম সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী তার মামাতো ভাইয়ের ছেলে মেজর (অব.) খালেদ আখতার। তিনি দীর্ঘদিন চাচা এরশাদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মনোনয়ন প্রত্যাশী এরশাদের বোন সাবেক সংসদ সদস্য মেরিনা রহমানের মেয়ে মেহেজেবুন্নেছা রহমান টুম্পাও। তিনি জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্ত্রী।

পার্টি সূত্রে আরো জানা গেছে, রংপুর-৩ আসনে মনোনয়ন দৌড়ে রয়েছেন এরশাদ-রওশন দম্পতির সন্তান রাহগীর আল মাহি সাদ এরশাদ। আর এতেই ঘটেছে বিপত্তি। মা রওশন এরশাদ বাবার আসনে সাদকে মনোনয়ন দেয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই মারা গেলে ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। শূন্য ঘোষণার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে রংপুর-৩ সদর আসনে নির্বাচন করবে নির্বাচন কমিশন।

গো নিউজ২৪/এমআর

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর