শাহজালালের ওরসে হাসিনা-খালেদার পক্ষে গিলাফ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৫:১৬ পিএম
শাহজালালের ওরসে হাসিনা-খালেদার পক্ষে গিলাফ

সিলেটে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হজরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস শুরু হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্ত-অনুরাগীর ঢল নেমেছে দরগাহ প্রাঙ্গণে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে গিলাফ দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী।

দুই দিনব্যাপী ওরস উপলক্ষে দরগাহ সেজেছে উৎসবের সাজে। দলবেঁধে আসা দেশ-বিদেশের ভক্তদের হাতে ছিল নানা রঙয়ের গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল বাবা শাহজালাল’!

ভক্তরা জানান, হজরত শাহজালাল (রহ.) আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিশ্ব শান্তির কামনা করছেন তারা।

হজরত শাহজালাল (রহ.) মাজার কমিটির সেক্রেটারি সামান মাহমুদ খান জানান, ওরস উপলক্ষে সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে। ওরসে প্রতিবারের মতো এবারো লাখো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটেছে।

তিনি বলেন, বুধবার ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে। মোনাজাতের পরপরই ভক্তদের শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর