গানের শব্দে অসহ্য হয়ে প্রতিবেশীর বাড়িতে ড্রোনে হামলা (ভিডিও)


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৪:৩৫ পিএম
গানের শব্দে অসহ্য হয়ে প্রতিবেশীর বাড়িতে ড্রোনে হামলা (ভিডিও)

প্রতিবেশীর বাড়ি থেকে বিকট গানের শব্দ দীর্ঘদিন ধরে সহ্য করে আসছিলেন এক ব্যক্তি। কিন্তু সহ্যের মাত্রা ছাড়িয়ে গেলে তিনি এমন এক কাণ্ড করে বসলেন, রীতিমতো অবিশ্বাস্য।

ইন্ডিয়া টুডে জানায়, প্রতিবেশীকে শিক্ষা দিতে ওই ব্যক্তি ড্রোনে করে আতশবাজি ফুটিয়ে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

গত মঙ্গলবার এ ঘটনার একটি ভিডিও টুইটারে আপলোড করে কার্ল ফরেস্ট নামে এক ব্যক্তি। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, ড্রোন থেকে প্রতিবেশীর বাড়িতে একের পর এক আতশবাজি ছুড়ছেন তিনি। আর সেই আতশবাজি থেকে বাঁচতে ছুটোছুটি করছেন প্রতিবেশী পরিবারের লোকজন।

ভিডিও পোস্টটিতে কার্ল লিখেন, প্রতিবেশীর বাড়ির তীব্র শব্দের দাপটে দিনের পর দিন ধরে বিরক্ত তিনি। বারবার বলেও শব্দের অত্যাচার থেকে রেহাই মেলেনি তার। তাই এক প্রকার বাধ্য হয়েই তিনি প্রতিবেশীদের ‘শিক্ষা’ দেওয়ার এমন রাস্তা বেছে নিয়েছেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর