মুরসির মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০২:৪৫ পিএম
মুরসির মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন এরদোগান

ঢাকা: মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যু স্বাভাবিক নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনায় হত্যা করা হয়েছে তাকে। এমন দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মুরসির মৃত্যুর প্রতিক্রিয়ায় মঙ্গলবার বিক্ষোভ হয় তুরস্ক সহ নানা দেশে। এ ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে দেশটির মানবাধিকার পরিস্থিতি।

এদিকে মুরসির মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে নারাজ মুসলিম ব্রাদারহুড সহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সমর্থকরা। কারাগারে বছরের পর বছর অমানবিক আচরণের শিকার মুরসি, এমন অভিযোগ তাদের। একই অভিযোগ করেন মুরসির আইনজীবি।

মোহাম্মদ মুরসির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার প্রতীকি জানাজা ও বিশেষ প্রার্থনা আয়োজন করে তুরস্ক, ফিলিস্তিনি, পাকিস্তানসহ নানা দেশ। ইস্তাম্বুলে আয়োজিত বিশেষ প্রার্থনায় অংশ নিয়ে মুরসির স্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যোপ এরদোগান।

এদিকে, মুরসির মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে মিসর। মুরসির মৃত্যুর ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। তারা এ ঘটনায় নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়েছে। কাতার গভীর দুঃখ প্রকাশ করেছে। আর তুরস্ক মুরসির মৃত্যুতে মিসরের শাসকদের দায়ী করে তাকে ‘শহীদ বলে আখ্যায়িত করেছে।

এছাড়াও মিসরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।

গো নিউজ২৪/এমআর

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর