অদম্য তরুণ আরিফের ‘লাল সংগ্রাম’


খালিদ হাসান, বগুড়া  প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৪, ২০১৯, ১০:১৬ এএম
অদম্য তরুণ আরিফের ‘লাল সংগ্রাম’

গরীব ঘরে জন্ম হাসিবুল হাসান আরিফের। রিক্সা চালক বাবার তিন সন্তানের মধ্য তিনিই বড়। চরম অভাব-অনটন যখন দরজায় কড়া নাড়ছিলো ঠিক সে সময় অতি কষ্ট করে এসএসসি পাশ করেন তিনি। এরপর সংসারের কষ্টের বোঝা কিছুটা লাঘব করতে চাকরি নেন একটি প্রাইভেট কোম্পানীতে। 

কিন্তু এতো কিছুর মাঝেও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করার অদম্য ইচ্ছা তাকে তাড়া করে ফিরতো প্রতিনিয়ত। আর তাই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে মানবতার সেবায় কাজ করছেন অদম্য গতিতে। 

ইতোমধ্যই ৫'শ ব্যাগ রক্ত সংগ্রহ করে অসহায় রোগীদের সাহায্য করেছেন আরিফ। শীত বস্ত্র বিতরণ ও সমাজের অবহেলিত শিশুদের সেবাতেও নিয়োজিত রেখেছেন নিজেকে। অতি দারিদ্র ও কষ্ট মানবতার সেবা করার ইচ্ছা থেকে দমাতে পারেনি তাকে।

এসব বিষয়ে মানবসেবী আরিফের সঙ্গে কথা হলে তিনি জানান, আমার বাবা রিক্সা চালিয়ে ও  নাইট ডিউটি করে আমাদেরকে অতি কষ্টে বড় করেছেন। তাই মানুষের কষ্টটা অতি সহজে আন্দাজ করতে পারি আমি। একসময় রিক্সা চালাতে গিয়ে আমার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তী ছিলেন। সেসময় এক ভাই আমার বাবাকে রক্ত দিয়েছিলো। সেই থেকে আমি চিন্তা করি ‘রক্তের লাল ভালোবাসা’ দিয়ে মানুষের সেবা করবো। তখন রাসেল মন্ডল নামের এক মহৎ মানুষের সাথে পরিচয় হয়। তিনি আমাকে বগুড়ার রক্ত দান সংগঠন "আমরা করবো জয়’-এর সদস্য করে নেন। এ সংগঠনে আমি শ্রেষ্ঠ রক্ত সংগ্রহকারী নির্বাচিত হয়েছি। তার হাত ধরেই আমি আজ "জাগো বগুড়া" সহ বেশ কয়েকটি সংগঠনের সাথে জড়িত"।

বগুড়ার সামাজিক সংগঠন জাগো বগুড়ার সভাপতি আতিক রহমান বলেন, বগুড়া শহরের ফুলবাড়ি উওর পাড়া এলাকার আবু বক্বর মন্ডলের এই ছেলে প্রমাণ করেছে, অর্থ নয় ভালো কাজ করতে একজন মানুষের ইচ্ছা আর চেষ্টাই যথেষ্ট।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, আরিফ আমার খুব স্নেহের। সে আমাকেও রক্ত সংগ্রহ করে দিয়েছে। সত্যিই তার মতো এমন তরুণ অনেক কম আমাদের সমাজে।

বগুড়া ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রাসেল মন্ডল বলেন, আরিফ আমার সন্তানের মতো। তার ত্যাগ ও মানুষের জন্য কিছু করার ইচ্ছা আমাকে মুগ্ধ করেছে। আমি তার জন্য দোয়া করি। 

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর