এ যেন অবিকল ‘বঙ্গবন্ধু’


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০৮:১৫ পিএম
এ যেন অবিকল ‘বঙ্গবন্ধু’

প্রথম দেখায় যে কেউ ভুল করবে বঙ্গবন্ধু ভেবে। হ্যাঁ, অবাক শোনালেও এটাই সত্যি! গায়ে সাদা পায়জামা-পাঞ্জাবি ও মুজিব কোট। আর চোখে সেই কালো চশমা এবং আধা-পাকা চুল আঁচরানো লোকটিকে দেখে জাতির জনক বঙ্গবন্ধু ভেবে যে কেউ এই ভুলটি করবেন। কারণ শুধু পোশাকেই নয় চেহারাতেও রয়েছে অবিকল সেই মিল।

এই লোকটির নাম আরুক মুন্সি। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার গ্রামে জন্ম সেখানেই বেড়ে ওঠা, কিন্তু চাকরির কারণে এখন ঢাকায় থাকেন। তবে সুযোগ পেলেই ছুটে যান টুঙ্গিপাড়ায়, যেখানে কেটেছে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরসহ জীবনের লম্বা সময়।

আরুক মুন্সি

বঙ্গবন্ধুর সাথে তার চেহারার মিল এতটাই যে, হঠাৎ করে দেখলে যে কেউ বিভ্রান্ত হবেন। বিশেষ করে যখন তিনি বঙ্গবন্ধুর মতো পোশাক পরে বের হন, তখন সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে। কৌতুহলে তার সাথে ছবিও তোলেন অনেকেই।

আরুক মুন্সি

সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনে প্রাণে ধারণ করেন তিনি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় নানা অনিয়ম আর অনাচার তাকে কষ্ট দেয়। এরপরেও স্বপ্ন দেখেন, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দেশ আরো এগিয়ে যাবে।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর