গণঘুমে গণশুনানি...


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০৪:৫৪ পিএম
গণঘুমে গণশুনানি...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়ম নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি অনুষ্ঠিত হয় ২২ ফেব্রুয়ারি। এদিন সকাল ১০টার পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গণশুনানি শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।

তবে সামাজিক মাধ্যমে প্রকাশি কিছু ছবির কারণে অনেকেই বলছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইকোর্ট বার এসোসিয়েশন অডিটরিয়ামে অনুষ্ঠিত তথাকথিত গণশুনানি অনুষ্ঠানে ঐক্যফ্রন্টের ঘুমশুনানি চলছিলো...।

গণশুনানিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সরকারবিরোধী সব রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যফ্রন্ট গণশুনানির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি নিলে কার্যত এটি ছিলো একবারেই দায়সারা। 

ঐক্যফ্রন্টের গণশুনানির কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ড. কামাল হোসেনসহ বেশ কয়েকজন প্রথমসারির নেতাকে গণশুনানির মধ্যেই ঘুমাতে দেখা যায়। ছবিগুলো নিয়ে অনলাইনে হাসিঠাট্টা করছেন মানুষজন। 

একজন লিখেছেন-ঘুম পারানি মাসি পিসী মোদের বাড়ী এসো। মান্নার চোখে ঘুম নেই ঘুম দিয়ে যাও।

আরেকজন লিখেছেন-ঘুমে গণশুনানির স্বপ্ন বুনা আরকি।

গণঘুমে গণশুনানি

একজন মজা করে লিখেছেন-এটাতো সরকারের দোষ,এসির সাথে ঘুমের স্প্রে ফিট করে দেয়নাইতো। সরাষ্ট্রমন্ত্রী এর জন্য দায়ী। এতো হাসি জনগন আর রাখতে পারছেনা।

আরেকজন সিনিয়রদের অবসরে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন- আরে বাবা তোমাদের বয়স হয়েছে, তোমরা জায়গাটা ছেড়ে দিয়ে নতুন প্রজন্ম বসার জায়গাটা করে দাও তখন রাজনীতি মাঠে খেলাটা জমবে ভাল।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর