১৫ গুণ বেশি দামে ভালোবাসা !


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ০৫:০২ পিএম
১৫ গুণ বেশি দামে ভালোবাসা !

ভালোবাসা দিবসে গোলাপের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক। এমনিতে সারা বছর যারা ফুল না কিনেন এই দিনটিতে প্রিয়জনের জন্য অন্তত একটি গোলাপ কিনবেন!

এদিকে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর ফুলের দোকানগুলো বাহারি গোলাপ আর নানা ফুলে সাজানো হয়েছে। শুধু দোকান নয়, সড়কেও ফুল নিয়ে বসেছেন মৌসুমী ‘ভালোবাসা’ ব্যবসায়ীরা। 

দেখা গেছে, একেটি গোলাপ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। অন্যান্য সাধারণ দিনে যার দাম ১০ টাকার বেশি নয়। সে হিসেবে ১৫ গুণ বেশি দাম দিয়ে মানুষ গোলাপ কিনছেন প্রিয়জনের জন্য। এরমধ্যে দামি গোলাপগুলোকে বলা হচ্ছে চাইনিজ গোলাপ।

ক্রেতারা বলছেন, দিবসটি ভালোবাসার। তাই দাম বেশি চাওয়া হলেও তারা ফুল কিনতে কৃপণতা করছেন না। 

বিক্রেতারা বলছেন, বসন্ত আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের পাইকারি দাম বেড়ে গেছে। তাই তাদেরকে বেশি দামে গোলাপ বিক্রি করতে হচ্ছে।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর