সংসদ উপনেতা হচ্ছেন যিনি!


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৯, ০৪:৩২ পিএম
সংসদ উপনেতা হচ্ছেন যিনি!

জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা, উপনেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নির্ধারণ করে জাতীয় সংসদের স্পিকার বরাবর চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরপর থেকেই জল্পনা-কল্পনা চলছে, সংসদের বাকি জায়গাগুলোতে কারা স্থান পাচ্ছেন। 

এ নিয়ে সরকার সংশ্লিষ্ট ও আওয়ামী লীগ হাইকমান্ডে চলছে নানা আলোচনা। 

সরকারের নীতিনির্ধারণী মহল মনে করছে, নবগঠিত মন্ত্রিসভায় আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের প্রভাবশালী ও অপেক্ষাকৃত প্রবীণদের স্থান হয়নি। তাদের মধ্য থেকেই একজনকে করা হতে পারে সংসদ উপনেতা। 

ওই নেতাদের তথ্য অনুযায়ী, শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে এবার সংসদ উপনেতার দায়িত্ব নাও পেতে পারেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সেক্ষেত্রে সংসদ উপনেতা হিসেবে দেখা যেতে পারে সদ্য সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম প্রভাবশালী সদস্য মতিয়া চৌধুরীকে।

সৈয়দা সাজেদা চৌধুরী ও মতিয়া চৌধুরী

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, সংসদীয় দলের সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে সংসদ সদস্যরা নির্বাচিত করেছেন। সংসদীয় দলের সভায় সংসদ নেতাই উপনেতা, চিফ হুইপ ও হুইপ নির্বাচিত করবেন।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর