মান্নার জামানত হারানোর গল্প


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৮, ০৫:৪৭ পিএম
মান্নার জামানত হারানোর গল্প

ঢাকা : দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাইরে থাকা দেশের বৃহত্তর দল বিএনপি ও বিরোধী জোটসহ অন্য দলগুলোর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় জমজমাট নির্বাচনের ময়দান। নির্বাচন ঘিরে বাড়ছে নেতাকর্মীদের ব্যস্ততা। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। সামনের কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হবে প্রধান দুই জোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়া আওয়ামী লীগের সাবেক নেতা মাহমুদুর রহমান মান্না বগুড়ার যে আসন থেকে নির্বাচন করতে চান, সেখানে জামায়াতে ইসলামীও প্রার্থী দিতে চাইছে। বগুড়ায় তিনটি আসনে প্রার্থী দিতে চায় দলটি, তার মধ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনটিও আছে। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে শোনা যাচ্ছে নারী প্রার্থী বিউটি বেগমের নাম। যার জনপ্রিয়তা ও সুনাম আছে উপজেলা জুড়ে। এমন দ্বন্দ্বের জেরে সুফল পেতে পারে মহাজোট প্রার্থী। সচেতন মহলের ধারণা, মহাজোট একক মনোনয়ন দিতে পারলে জয় পাবে তারাই।

এই আসন থেকে মান্না ভোটে দাঁড়িয়েছেন তিনবার। এর মধ্যে দুবার নৌকা প্রতীক নিয়ে এবং একবার অন্য একটি দলের হয়েছে। কখনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। আর যে বছর নৌকা ছাড়া দাঁড়িয়েছেন, সে বছর হারিয়েছেন জামানত।

এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে এখানে বিএনপিকে হারিয়ে দেয় জামায়াত। ১৯৯৬ সালেও তারা দ্বিতীয় হয়। ওই বছর তাদের ভোট আর বাড়েনি। যদিও বিএনপির ভোট বেড়ে দ্বিগুণেরও বেশি হয়। এরপর ২০০১, ২০০৮ সালেও জয় পায় বিএনপি। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে আওয়ামী লীগ। ২০১৪ সালে আসনটিতে জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ জেতেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

এই আসনে এবার মান্নার ধানের শীষের প্রতীক পাওয়া অনেকটা নিশ্চিত। অবশ্য তিনি ওই আসনের পাশাপাশি ঢাকাতেও একটি আসনে মনোনয়নের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর