মাহি আ.লীগের এজেন্ট!


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ১২:৪৬ পিএম
মাহি আ.লীগের এজেন্ট!

ঢাকা : জাতীয় ঐক্য প্রক্রিয়া সফল না হওয়ার পেছনে বিকল্প ধারার নেতা এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরীকে সবচেয়ে বড় বাধা বলে মনে করে বিএনপি। 

ঐক্য প্রক্রিয়া না হওয়ার পেছনে জামায়াত ইস্যুকে বড় করে দেখানো হলেও বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মীরাই মনে করেন বি. চৌধুরী এবং তার ছেলে মাহি বি. চৌধুরীর কারণেই মূলত সফল হতে পারছে না জাতীয় ঐক্য। 

বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্যের সঙ্গে বিএনপির যে ঐক্য চেষ্টা চলছে। সেই ঐক্যকে বারবার বাধা দেয়ার চেষ্টা করছে বিকল্প ধারা। তারা মনে করছেন, মাহী বি চৌধুরী বর্তমান আওয়ামীলীগ সরকারের একজন এজেন্ট হিসেবে এই ঐক্য প্রক্রিয়া নষ্ট করার চেষ্টা করছেন। 

এমনও জানা গেছে যে, মাহি বি. চৌধুরী ড. কামাল হোসেনকে তারেক রহমানের ব্যাপারে শতর্ক করে দিয়েছেন। বলেছেন, তারেক রহমানের কোনো কর্তৃত্ব থাকবে না এমন অঙ্গিকার করলেই কেবল তারা জাতীয় ঐকের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করবেন। এক্ষেত্রে জামায়াত ইস্যুতেও ছাড় দিতে রাজি তারা।

বিষয়টি খোদ তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছেছে এবং তারেক রহমানের নির্দেশেই বিএনপি এখন চাইছে বিকল্পধারাকে বাদ দিয়েই জাতীয় ঐক্য গঠন করতে। 

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর