ঢাকার ফুটপাতে হলুদ লাইন কেন জানেন?


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৬, ২০১৮, ০২:৩৫ পিএম
ঢাকার ফুটপাতে হলুদ লাইন কেন জানেন?

ঢাকা : ঢাকার বেশির ভাগ ফুটপাত এখন নতুন করে তৈরি করা হচ্ছে। আর এই ফুটপাতে বসানো হচ্ছে হলুদ লাল টালি। কেন এই লাল টালির মাঝে দেওয়া হচ্ছে হলুদ টালি? কখনো কি ভেবেছেন ফুটপাতের মাঝামাঝি এই হলুদ টালি কেন? হয়ত ভাবছেন সৌন্দর্যের জন্য৷ আসলে তা নয়৷ 

এই ফুটপাত দৃষ্টিপ্রতিবন্ধী বান্ধব৷ একটু খেয়াল করলে দেখবেন এই হলুদ টাইলসে সোজা স্ট্রাইপ আছে৷ একটু উচু৷ একজন দৃষ্টি প্রতিবন্ধী সহজেই পা ফেলে সোজা বরাবর হেটে যেতে পারবে৷

আবার ফুটপাত যেখানে ঢালু হয়েছে, সেখানে একটা টাইলসে ছয়টি গোলাকার বৃত্ত৷ পা ফেললে সহজেই বুঝা যায় এখানে ফুটপাত নেমে গেছে৷ 

দেশের মোট প্রতিবন্ধী মানুষের অন্তত ২০ শতাংশই দৃষ্টি প্রতিবন্ধী৷ সেই হিসেবে দেশে কমপক্ষে ত্রিশ লাখ দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এ সংখ্যা দেড় কোটির কম নয়৷ প্রতি বছর পাঁচ লাখের মতো মানুষ নিজের অজান্তেই অন্ধত্বের অসহায় শিকার হন৷ উন্নয়ন চান৷ কিন্তু এত সংখ্যক মানুষকে ভুলে গেলে উন্নয়ন হয়না৷ সবাইকে ভাবতে হবে৷ সবার সুবিধার কথা ভাবনাটাই উন্নয়ন৷


গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর