সেই ফাতেমাকে নিয়ে এবার প্রধানমন্ত্রী যা বললেন


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৮:২১ পিএম
সেই ফাতেমাকে নিয়ে এবার প্রধানমন্ত্রী যা বললেন

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারবন্দি হওয়ার পর আলোচনায় আসেন তার গৃহপরিচারিকা ফাতেমা বেগম। আদালতের আদেশে বর্তমানে খালেদার সঙ্গে কারাগারে রয়েছেন ফাতেমা।

ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে রাখা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কথা বললেন ফাতেমাকে নিয়ে।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি ভ্যাটিকান সিটি ও ইতালি সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কারাগারে খালেদার সঙ্গে ব্যক্তিগত সহকারী দেয়ার বিষটি উল্লেখ করে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন।

এর উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাকে শ্যাওলা ধরা একটি ভবনে রাখা হয়েছিল, খাট ছিল ভাঙা। আর তাকে (খালেদা জিয়া) রাখা হয়েছিল স্পিকারের বাড়িতে। তখনও তার সঙ্গে এই ফাতেমাকে দেওয়া হয়েছিল। এটা গোপন ছিল।

শেখ হাসিনা বলেন, অনেকে আছে ভাগ্যবতী, কেবল নিতেই পারে, আবার কেউ দিতেই পারে। আমরা দুই বোন, আমাদের একটা মাত্র বাড়ি। আমার আব্বা সারাজীবন জনগণের জন্য কাজ করেছেন, ওই বাড়িটি তাই জনগণের জন্য দিয়ে দিয়েছি। আমরা ট্রাস্ট করে ১৭০০ থেকে ১৮০০ জনকে সহায়তা করি। আমরা এটা নিয়ে খুব একটা প্রচারও করি না। আর কেউ যদি এতিমের টাকার মায়া ত্যাগ করতে না পারে, তা নিয়ে আমার কিছু বলার নেই।

খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা মেরে খেলে আদালত শাস্তি দেয়, আল্লাহর তরফ থেকেও দেওয়া হয়। আমাদের তো কিছু করে নাই। রায় তো আমি দিইনি। রায়টা দিয়েছে কোর্ট। মামলাটা করেছে ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকার। তারা ফখরুদ্দীনকে গভর্নর করেছিল। নয়জনকে ডিঙ্গিয়ে মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিল। আর ইয়াজউদ্দীন তো তাদের ছিলই। মামলাটা তারা দিয়েছে। এই মামলাটা ১০ বছর চলেছে। মামলায় তিন বার জজ পরিবর্তন হয়েছে, সময় চেয়েছে ১০৯ বার। বহু টালবাহানা আপনারা দেখেছেন। ২৬১ দিনের মতো তারিখ পড়ল। আপিল বিভাগে ২২ বার রিট করা হয়েছিল। এত কিছুর পর তিনি মাত্র ৪৩ দিন কোর্টে হাজির হয়েছিলেন।


 গো নিউজ২৪/আই
 

এ সম্পর্কিত আরও সংবাদ


এক্সক্লুসিভ বিভাগের আরো খবর