১০ লাখ টাকার হাতি, প্রতিদিন আয় ৮ হাজার


সোহরাব মাহাদী, স্টাফ করেসপন্ডেন্ট: প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০৬:০৫ পিএম
১০ লাখ টাকার হাতি, প্রতিদিন আয় ৮ হাজার

সোহরাব মাহাদী: এই গ্রহের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হাতি। শুধু তাই নয়  হাতি অনেক বেশি বুদ্ধিমান প্রাণীও। এ প্রাণীটির প্রতি মানুষের আগ্রহের কমতি নেই। চিড়াখানা ছাড়া সচরাচর এর দেখা মিলে না । দেশের পার্বত্য বনাঞ্চল বা যেসব এলাকায় বনাঞ্চল রয়েছে সে সব এলাকায় মাঝে মাঝে দেখা মিলে। 

তবে মাঝে মাঝে শহর কিংবা গ্রামের রাস্তা ঘাটে দেখা মিলে কিছু লোক হাতি নিয়ে টাকা তুলছে। অনেকেই আগ্রহ নিয়ে হয়তো তা চেয়ে চেয়ে দেখে কিংবা আগ্রহ নিয়ে ছবি তুলতে যায়।

আর মানুষের আগ্রহের এ বিষয়টাকে কাজে লাগিয়ে একটা চক্র নিয়মিত চাঁদাবাজি করে চলছে। মাঝে মাঝে রাজধানীর বিভিন্ন সড়কে দেখায় যায় এমন চিত্র।

গতকাল সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর হাতিরপুল বাজারে দেখা মিলল এমনই এক দৃশ্যের। হাতিরপুল কাঁচা বাজারের প্রতিটি দোকান থেকে টাকা তুলছে হাতি নিয়ে আসা লোক গুলো। ২০ টাকার কম দিলে তারা নেয় না। 

টাকা তোলার নিয়মটাও বেশ চমৎকার। হাতির দায়িত্বে থাকা লোগ গুলো নিজ হাতে টাকা তুলবে না। যেকোন দোকানের সামনে গিয়ে প্রথমে গর্জন করে উঠে হাতিটি তারপর শুর বাড়িয়ে দেয় টাকার জন্য। যদি ২০ টাকার কম দেওয়া হয় তাহলে সে নিতে চায়না। এব ২০টাকা দিলে শুর দিয়ে হাতির উপরে বসে থাকা মালিকের কাছে পৌঁছে দেয় টাকা।

দোকনাদাররা এটাকে চাঁদাবাজি বলছে। মুদি ব্যবসায়ি রাব্বানির বলেন, প্রতিদিনই হিজড়াদের কোনো না কোনো গ্রুপ এসে বলবে টাকা দিতে। তারপর ফকির তো নিয়মিত আছেই। এর মধ্যে যোগ হয়েছে হাতির ব্যবসাও। এটা আমাদের জন্য এক প্রকার হুমকিও।

তবে হাতির মালিক সোহেল জানান, ‘১০ লাখ টাকা খরচ করে হাতিটি কিনেছি। এখন আমাদের পক্ষে এটার বরন পোষন সম্ভব নয় কারো সহযোগীতা ছাড়া। তাই আমরা মানুষের কাছ থেকে টাকা তুলি।’ 

প্রতিদিন ৭/৮ হাজার টাকার বেশি উত্তলোন করা হয় এ হাতি দিয়ে। যা এক প্রকার ব্যবসাও। 

গো নিউজ২৪/এসএম

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর