বিশ্বের সেরা কৃপণ ব্যক্তির কিছু অদ্ভুত কাণ্ড


অনলাইন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১২:৪৭ পিএম
বিশ্বের সেরা কৃপণ ব্যক্তির কিছু অদ্ভুত কাণ্ড

বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তির কিছু অদ্ভুত কাণ্ড শুনলে আপনিও বিস্মিত হবেন! কৃপণতা মানুষকে কতোদূর নিয়ে যেতে পারে তা জানলেও বিশ্বাস করা কঠিন হয়।

পৃথিবীতে কতো রকম মানুষ এসেছেন আর গেছেন তা গুণে শেষ করা যাবে না। তবে এইসব মানুষরা পৃথিবীতে অনেক অর্থ-কড়ি রোজগারও করেছেন। কেও এইসব অর্থ-কড়ি দেদারসে খরচ করেছেন। কেও হিসাব করে খরচ করেন, আবার কেও কৃপণতা করে খরচ করেন। এমনই এক কৃপণ নারীর কথা আজ আপনাদের সামনে তুলে ধরা হবে। যার অদ্ভুত কাণ্ড শুনলে আপনিও বিস্মিত হবেন! তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৃপণ বললেও ভুল হবে না!

বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তির নাম হেট্টি গ্রিন। তিনি আমেরিকার নিউইয়র্ক শহরের বাসিন্দা। বিপুল সম্পদশালী হওয়া সত্বেও সর্বকালের সেরা কৃপণ হিসেবে খ্যাতি অর্জন করেছেন এই ব্যবসায়ী নারী!

হেট্টি গ্রিন পেশায় একজন সফল রিয়েল স্টেট ব্যবসায়ী ছিলেন। তবে তিনি এতোটাই কৃপণ ছিলেন যে, একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনও পাল্টাননি! পানি খরচ হবে বলে হাতও ধুতেন খুবই কম। আবার একটি অতি পুরনো গাড়িতে চড়তেন।

প্রচণ্ড শীতকালেও তিনি গরম পানি ব্যবহার করতেন না। তিনি খেতেন মাত্র ১৫ সেন্ট ব্যয় করে এক ধরনের ঠাণ্ডা পুডিং! এমনও শোনা গেছে যে, সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেতো তখন শুধু ময়লা অংশটুকুই ধুয়ে নিতেন!

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, হেট্টি গ্রিন ১৮৩৫ সালে জন্ম নেন। তার মৃত্যু হয় ১৯১৬ সালে। মৃত্যুর সময় তার ব্যাংক একাউন্টে ৯৫ মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান হিসাব অনুযায়ী প্রায় ৭৫ কোটি টাকা গচ্ছিত ছিল! তাহলে বুঝুন দুনিয়ায় থেকে তিনি কিভাবে চলে শেষ মুহূর্তে রেখে গেছেন কতো টাকা!

গো নিউজ২৪/এবি

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর