মৃত্যুর ভয়ে টয়লেট তৈরি করেন না এই গ্রামের বাসিন্দারা


এক্সক্লুসিভ ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০১৭, ০৩:২১ পিএম
মৃত্যুর ভয়ে টয়লেট তৈরি করেন না এই গ্রামের বাসিন্দারা

স্বচ্ছ ভারত প্রকল্পের চাপে গ্রামে গ্রামে টয়লেট বা শৌচালয় তৈরি হলেও, বিহারের এই গ্রাম সেই সুবিধা নিতেই রাজি নয়।  গ্রামটিতে এসি, ফ্রিজ, গাড়ি, রঙিন টিভিসহ সব আধুনিক জিনিস রয়েছে। নেই শুধু শৌচালয়। গোটা গ্রামের মানুষ জীবন চলে গেলেও শৌচালয় তৈরি করতে দেবে না।  , এটাই সত্যি। 

বিহারের এই গ্রামের নাম গাজিপুর।  গাজিপুরে সকলের পাকা বাড়ি রয়েছে।  ন্তু শৌচালয়েই ‘না’। গ্রাম পঞ্চায়েত পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচকর্মের স্থান নির্ধারিত করে দিয়েছে মাঠে।  সেখানেই গোটা গ্রাম শৌচকর্ম সারেন।  সকাল-বিকেল-সন্ধে-রাত, শৌচকর্ম মানেই প্লাস্টিকের বোতলে জল ভরে সবাই মাঠমুখী। 

কেন এই অবস্থা?

এ অবস্থার পেছনে রয়েছে একটি কুসংস্কার।  সলে ওই গ্রামের মানুষের ধারণা, পাকা শৌচালয় তৈরি করলেই পরিবারের কারও মৃত্যু হবে। ১৯৮৮ সালে এরকম দুটি ঘটনা ঘটেছিল।  সেই ভয়েই কেউ শৌচালয় তৈরি করেন না। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গো নিউজ২৪/এআর

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর