ওয়াশিংটনের চেয়ে ঢাকায় থাকা-খাওয়ার খরচ বেশি


এক্সক্লুসিভ প্রকাশিত: জুন ২৬, ২০১৭, ১০:০৯ এএম
ওয়াশিংটনের চেয়ে ঢাকায় থাকা-খাওয়ার খরচ বেশি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের চেয়ে রাজধানী ঢাকাতে থাকা, খাওয়ার খরচ বেশি পড়ে।  

গবেষণা সংস্থা ‘মার্সা’র কস্ট অফ লিভিং সার্ভের ফলাফর এই তথ্য প্রকাশ করেছে। ওই তালিকার ৩৮ তম স্থানে রয়েছে ঢাকা। এরপর ওয়াশিংটন।

তালিকার শীর্ষ শহর হলো দিক্ষিণ-পশ্চিম আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। তারপর হংকং। 

এই তালিকায় ভারতের সস্তা শহর নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আর বিশ্বের সবচেয়ে সস্তা শহর তিউনিসিয়ার রাজধানী তিউনিস।

বিশ্বের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর কর্মীদের জীবনযাত্রার ব্যয় নিরুপণ করতে এই তালিকা প্রকাশ করে থাকে মার্সা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে ভিত্তি ধরে অন্যান্য শহরগুলোর জীবনযাত্রার ব্যয় হিসাব করে থাকে তারা। পাঁচটি মহাদেশের চার শতাধিক শহরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তালিকা প্রকাশ করে থাকে। 

সেক্ষেত্রে অন্তত ২০০টি বিষয়ের তথ্য নেওয়া হয়ে থাকে। তার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া, পরিবহন ব্যয়, খাবার, পোষাক, গৃহসামগ্রীর দাম ও বিনোদন। মার্কিন ডলারের বিনিময় হারের উপর লক্ষ রেখে এসব বিবেচেনায় নিয়ে ওই তালিকা প্রকাশ করেছে মার্সা। এবারে মার্সা তাদের ২৩ তম জরিপের ফলাফল প্রকাশ করেছে।

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর