ভূমিষ্ঠ হওয়ার পরেই হাঁটছে সদ্যোজাত (দেখুন ছবিতে)


এক্সক্লুসিভ ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৫:৪৬ পিএম
ভূমিষ্ঠ হওয়ার পরেই হাঁটছে সদ্যোজাত (দেখুন ছবিতে)

ভূমিষ্ঠ হওয়ার পরেই হাঁটতে শুরু করে দিল সদ্যোজাত! এই পর্যন্ত পড়ে অনেকেই বিস্মিত হতে পারেন। মনে করতে পারেন, এ নেহতাই গল্প। কিন্তু ২৬ মে ব্রাজিলের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একটি সদ্যোজাত শিশু হাঁটতে শুরু করে দিয়েছে। একজন নার্স শিশুটির হাত ধরে রয়েছেন। আর শিশুটি হাঁটছে। এই ভিডিটির শিশুটি সদ্যোজাত কিনা তার কোনও প্রমাণ এখনও মেলেনি। তবে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ঝড়ের বেগে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ইতিমধ্যেই ৭০ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটি, ১.৩ মিলিয়ন শেয়ার।

সদ্যোজাত হাঁটছে, এ তো বিজ্ঞানকেও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো। ভূমিষ্ঠ হওয়ার মোটামুটি ১২ মাস বাদে একটি শিশু হাঁটতে শেখে। সেই জায়গায় এই শিশুটি জন্মানোর পরেই হাঁটছে— এ যদি সত্যি হয়, ভিডিওটি যদি বিশ্বাস করতে হয়, তবে এ তো অলৌকিক ঘটনাই বটে।

শিশু


গো নিউজ২৪/এআর

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর