চখাচখি পাখির নাম শুনেছেন কখনও?


নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০১৭, ১২:৪১ পিএম
চখাচখি পাখির নাম শুনেছেন কখনও?

সারা বিশ্বে কত প্রজাতির পাখি রয়েছে তা নিয়ে প্রতিনিয়ত গবেষণার শেষ নাই। পাখিদের চমৎকার চমৎকার নামও দিয়ে যাচ্ছেন গবেষকরা। তেমনি এক পাখির নাম হলো চখাচখি পাখি। 

বাংলাদেশের এক অতিথি পাখি পাখি হলো এই চখাচখি পাখি। এটি বাংলাদেশের দ্বীপাঞ্চল, পরিযায়ী পাখি।
চখাচখির বৈজ্ঞানিক নাম: Tadorna ferruginea) এবং ইংরেজি নাম: Ruddy Shelduck.

খুবই সুন্দর দেখতে এক পাখি হলো এই চখাচখি পাখি। দেখলে মনে হয় এই পাখিটির ডানায় যেনো রং করা হয়েছে।

এটি এক প্রজাতির দারুচিনি রঙের বড় আকারের হাঁস বলা যায়। চখাচখির বৈজ্ঞানিক নামের অর্থ মরচে-রঙ চখাচখি। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এই পাখির আবাস। এদের বাস প্রায় ৮৪ লাখ ১০ হাজার বর্গ কিলোমিটার। সাম্প্রতিক কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশংকাজনক পর্যায়ে গিয়ে পৌঁছায় নি এখনও।

এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার উত্তর ও দক্ষিণাংশে চখাচখি দেখা যায়। বিশ্বের অনেক দেশে এরা মূলত পরিযায়ী হয়ে আসে। এশিয়ায় তুরস্ক হতে জাপান পর্যন্ত এই পাখির বিস্তৃতি। শীতকালে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং সিলেট বিভাগের হাওর বা নদনদীতে এদের দেখা যায়।


গো নিউজ২৪/এএইচ

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর